ঢাকা, শনিবার, ৪ মে, ২০২৪

জামায়াতের নেতা মীর মোহাম্মদ আলীর খুটির জোর কোথায়

                                                                                                                                          পর্ব-১

রাজধানীর মিরপুর শাহ আলী থানা ও ৮নং ওয়ার্ড বাংলাদেশ আওয়ামী লীগের একটি ঘাঁটি। আর এই ৮ নং ওয়ার্ড এলাকার জি ব্লকে ১৯৮০ সালে স্থাপিত হয়েছিল মনিকানন উচ্চ বিদ্যালয়। স্কুলের প্রতিষ্ঠা লগ্ন থেকেই জামায়াতের একটি সংগঠন স্কুলটি পরিচালনা করে আসছিল। মনিকানন উচ্চ বিদ্যালয়ে জামায়াতের একটি সংগঠন "মিরপুর ইসলামিক ফাউন্ডেশন" এর কার্যক্রম শুরু করেন গুটিকয়েক শিক্ষক ও কর্মচারীর। বিষয়টি যখন এলাকার মাঝে জানাজানি হয় ঠিক তখনই মিরপুর থানা অভিযান পরিচালনা করে জামাতের কার্যক্রম চালানোর সময় অত্র প্রতিষ্ঠানের ৪ জন শিক্ষক মীর মোহাম্মদ আলী, মোঃ হারুন-অর-রশিদ, মোঃ শাহজাহান সরকার,মোহাম্মদ এ কে এম আব্দুল জলিল সহ একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ লিফলেট, ব্যানার, জিহাদী বই ও নাশকতা চলাকালীন সময়ে গ্রেফতার করে মামলা দেয়। যাহার মামলা নং -৪৮/১৩।ঠিক তেমনি ২০১১ সালে একবার শাহ আলী থানায় গ্রেফতার হয় এই চারজন যাহার মামলা নং -১৭/১১। বিষয়টি যখন তৎকালীন ম্যানেজিং কমিটির নজরে আসলো তারা খুব দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। কিন্তু তৎকালীন সময়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এর অধীনে চাকুরী করবে না এই মর্মে মোহাম্মদ শাহজাহান সরকার, মোঃ হারুনুর রশীদ ও একেএম আবদুল জলিল বেরিয়ে যায় প্রতিষ্ঠান থেকে।কিন্তু সে সময়ে জামায়াতের মিরপুর ইসলামিক ফাউন্ডেশন এর স্থায়ী সদস্য মীর মোহাম্মদ আলী আর বের হয়নি। তিনি প্রতিষ্ঠানে এখনো কর্মরত রয়েছেন। যে তিনজন বেরিয়ে গিয়েছিল তাদের ধারণা ছিল মেয়ের মোহাম্মদ আলীকে দিয়ে তারা আবারও ঘটবে বলে আশা করে কিন্তু তাদের সেই আশা পূরণ করতে ব্যর্থ হয়। কিন্তু মীর মোহাম্মদ আলী জামায়াতের দুইটি মামলা খেয়ে বিচারাধীন অবস্থায় কিভাবে চাকরিতে বহাল রয়েছে এই বিষয়ে জানতে চাই সাধারন অভিভাবকবৃন্দ? এই মীর মোহাম্মদ আলীর ছেলে শিবিরের একজন কেন্দ্রীয় নেতা। তার ছেলে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়াশোনা করছে। এ বিষয়ে যখন অভিযুক্ত মণিকানন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মীর মোহাম্মদ আলীর কাছে জানতে চাইলে তিনি এই প্রতিবেদককে বলেন, আপনি কে? আপনি কেমন সাংবাদিক দেখে নিব।আমিও একজন সাংবাদিক। আমি আগে জামায়াত করতাম এখন করি না। তাহলে সাধারণ মানুষ ও অভিভাবকদের প্রশ্ন এখন তিনি কোন সংগঠন করেন? অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির কাছে এ বিষয়ে জানতে চাইলে, তিনি এই প্রতিবেদককে জানায়,আমি ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমি আওয়ামী পরিবারের সন্তান  এই মীর মোহাম্মদ আলীর বিষয়ে আমাকে কিছু দিন পূর্বে গোয়েন্দা সংস্থা বাহিনী ফোন দিয়েছিল এবং তার ব্যাপারে জানতে চেয়েছিল। এখন আপনিও বললেন আমি অবগত হয়েছি। আমি বিষয়টি আমাদের ঢাকা -১৪ আসনের অভিভাবক সংসদ সদস্যকে জানাবো। এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো বলে আশ্বস্ত প্রদান করেন এই প্রতিবেদককে। এই মণিকানণ উচ্চ বিদ্যালয়ের ব্যাপারে ব্যাপক অনুসন্ধান চলছে। বিস্তারিত জানতে চোখ রাখুন পরবর্তী প্রতিবেদনে..........

ads

Our Facebook Page